Technology Dunia....

গুগল আপনার বিষয়ে যা যা জানতে পারে

আপনারা প্রতিনিয়ত গুগল ব্যবহার করছেন, কোনো তথ্য খুঁজে পাচ্ছেন না সেটা গুগল করছেন। কিন্ত আপনি জানেন কি গুগল আপনার সম্পর্কে অনেক কিছুই জানে! আপনার অনেক ব্যক্তিগত বিষয় যা কেউ না জানলেও গুগল জানে।
  • google knows everything


আসুন জেনে নিই। গুগল আমাদের সম্পর্কে যা যা জানে....
১. গুগল বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে। কখন কোন বিজ্ঞাপন আপনার কাছে প্রকাশিত হবে তা নির্ভর করে আপনার গুগলের পরিষেবা ব্যবহারের উপর। ধরুন আপনি 'গ্রামীণফোন' লিখে গুগল সার্চ করলেন। সেক্ষেত্রে আপনি যখন অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করবেন তখন আপনাকে গ্রামীণফোনের বিজ্ঞাপণ দেখাবে। এক্ষেত্রে গুগল আপনার সার্চ হিস্টোরি সংগ্রহ করে একটি প্রোফাইল তৈরি করে এবং আপনার সাথে সঙ্গতিপূর্ণ বিজ্ঞাপণগুলো প্রপদর্শন করে।
চিন্তার কারণ নেই আপনি ইচ্ছা করলে এটি বন্ধ করতে পারবেন।
বন্ধ করার জন্য ভিজিট করুন http://www.google.com/settings/ads
২. আপনি যদি এন্ড্রয়েড ব্যবহার করে থাকেন এবং আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করে রাখেন তবে আপনার সমস্ত লোকেশনের হিস্টোরি গুগল পাবে। আপনি কখন কোথায় গেছেন সেটাও জানবে গুগল। কি অবাক হচ্ছেন?
নিচের লিঙ্কে প্রবেশ করুন, বিশ্বাস না করে পারবেন না।
https://maps.google.com/locationhistory
৩. আপনার ব্যক্তিত্ব কেমন সেটাও জানে গুগল। আপনার পরিচিতরা আপনার সম্পর্কে যেটা জানেনা সেটা জানে গুগল। আপনি গুগলে যা লিখে সার্চ করেন তার সমস্ত তথ্য বা ইতিহাস গুগল সেইভ করে রাখে। আপনি কখন কখন বেশি সার্চ করেন সেটাও জানে গুগল। আর এই সার্চের ইতিহাস দেখতে পাবেন নিচের লিঙ্কে
https://www.google.com/history
৪. ইউটিউবে ভিডিও দেখছেন? কি ভিডিও দেখছেন, কখন দেখছেন, কত মিনিট দেখেছেন তার সব জানে গুগল।
নিচের লিঙ্ক থেকে জেনে নিতে পারেন তার সবকিছু।
https://www.youtube.com/feed/history/search_history
৫. অনেক সময় বিভিন্ন অ্যাপসকে আমরা গুগল একাউন্ট ব্যবহার করার অনুমতি দেই। সেসকল অ্যাপস আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়।
কি কি অ্যাপস আপনার তথ্য ব্যবহার করছে তা দেখে নিতে পারেন নিচের লিঙ্কে ভিজিট করে।
https://security.google.com/settings/security/permissions

৬. গুগলে আপনার ব্যবহৃত সকল পরষেবার ইতিহাস বা গুগলে রাখা আপনার সকল ফাইল একযোগে ডাউনলোড করতে পারেন খুব সহজেই।
নিচের লিংকে ভিজিট করে নির্বাচন করুন আপনি কি কি ডাউনলোড করতে চান।
https://www.google.com/settings/takeout
Share:

0 comments:

Post a Comment

Search

Blog Archive