Technology Dunia....

কোনটি সোজা এবং ভাল, ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস

আসসালামু আলাইকুম।
ওয়ার্ডপ্রেস না ব্লগার সেরা? এরকম একটা বিতর্ক অনেকের মধ্যেই হয়। তবে এটা মূলত বোকামি ছাড়া কিছুই নয়। সুবিধার দিক দিয়ে অবশ্যই ওয়ার্ডপ্রেস এগিয়ে। এটি প্রায় যেকোন ধরণের সাইটের জন্য আদর্শ। কিন্তু মনে রাখতে হবে দুটোরই অনেক সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে। তাই আপনাকে দেখতে হবে আপনার জন্য কোনটা। এগুলোর সুবিধা অসুবিধার দিকগুলো নিয়ে অনেক টিউন অনলাইনে পাবেন। তাই সেসবে যেতে চাচ্ছিলাম না। কিন্তু আলোচনার সুবিধার্থে কিছু কথা বলে নিই।
wordpress vs blogger

প্রথমত, দুটোই ফ্রি, কিন্তু ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স এবং বেশি কাস্টমাইজেবল। তবে ব্লগস্পটে সাইট এডিট করাসহ কিছু কাজ তুলনামূলক সহজ। কিন্তু, ওয়ার্ডপ্রেসে আপনি বিভিন্ন প্লাগ ইন পাবেন যা ব্লগস্পটে নেই। দ্বিতীয়ত, ব্লগস্পটের হোস্ট আর ডোমেইন গুগল থেকেই পাবেন। প্রয়োজনে থার্ড পার্টি ডোমেইন যোগ করা যাবে। তবে ওয়ার্ডপ্রেসে হোস্টিং ও ডোমেইন থার্ডপার্টি। এজন্য ভালো সার্ভিস পেতে অবশ্যই হোস্টিং এবং ডোমেইন অর্থ দিয়ে ক্রয় করতে হবে। তাই দুটোরই সুবিধা ও অসুবিধা আছে।
তাহলে এখন প্রশ্ন হতে পারে, কোনটির সুবিধা বেশি? আমি আজকে সে বিতর্কে যেতে চাই না। কারণ আমার কাছে মনে হয় গুরত্বপূর্ণ প্রশ্নটি হল, আমার সাইটটি কোথায় হোস্ট করব?
মূল আলোচনায় আসার আগে আর একটা কথা বলে রাখি। ওয়ার্ডপ্রেসের কিন্তু দুই ধরণের সার্ভিস আছে। ওয়ার্ডপ্রেস.কম ও ওয়ার্ডপ্রেস.অর্গ। কিন্তু এই আলোচনায় আমি ওয়ার্ডপ্রেস.কম কে বাদ দিচ্ছি। শুধু ওয়ার্ডপ্রেস.অর্গ ও ব্লগস্পটই হবে আলোচনার বিষয় বস্তু। এখানে ওয়ার্ডপ্রেস.কম ও ওয়ার্ডপ্রেস.অর্গ নিয়ে জানতে পারবেন।
এখন মূল আলোচনা শুরু করি। দেখি কার জন্য কোনটি।
সাইটের ধরণ
আপনার সাইট কি ধরণের সেটিই এক্ষেত্রে সর্বপ্রথম পয়েন্ট। যদি ব্যক্তিগত ব্লগ হয়, বা নির্দিষ্ট কয়েকজনের ব্লগ তবে ব্লগস্পটই উত্তম। কিন্তু যদি ব্লগটি সকলের জন্য উম্মুক্ত হয়, অর্থাৎ, যে কেউ রেজিস্টার করতে পারবে তবে ওয়ার্ডপ্রেসে যাওয়াই ভাল। প্রাতিষ্ঠানিক সাইটের জন্য ওয়ার্ডপ্রেস আবশ্যক। সংবাদপত্রের জন্য কয়েকদিন আগেও ওয়ার্ডপ্রেসের বিকল্প ছিল না। তবে এখন ব্লগস্পটে অনেক চমৎকার টেমপ্লেট পাওয়া যায়। তাই এক্ষেত্রে আমার মতে দুটোই ব্যবহার করতে পারেন। ব্লগস্পট মানেই শুধু ব্লগ তৈরি হয় এমন নয়। তবে ব্লগ বাদে অন্যান্য বেশিরভাগ সাইট সাধারণত ওয়ার্ডপ্রেসে বেশি তৈরি হয়।
বাজেট
ব্লগস্পটে বিনামূল্যে ১ গিগাবাইট ইমেজ হোস্টিংসহ সাইট বানাতে পারবেন। আর যদি আপনার ইচ্ছা হয় সাইটটাই পেইড টেমপ্লেট ও ডোমেইন নিবেন তবে প্রায় ১৫ ডলার(১২০০ টাকা) থেকে ৩০ ডলার (২৪০০ টাকা) পর্যন্ত খরচ হবে। তবে ফ্রিতেও অনেক চমৎকার টেমপ্লেট পাবেন। আর বাঙালিদের জন্য সব ফ্রি একটু গুগল করলেই প্রায় সব পেইড টেমপ্লেট ফ্রিতে পাবেন। ওয়ার্ডপ্রেসে আপনি ফ্রি হোস্টিং ও ডোমেইনে সাইট তৈরি করতে পারবেন, কিন্তু ভালো সার্ভিস পাবেন না। এজন্য পেইড হোস্টিং নেওয়া ভাল। অবশ্য ফ্রি হোস্টিং বায়েত হোস্টের সার্ভিস মোটামুটি ভালই। কিন্তু ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলোপ একটু কঠিন বলে পেইড থিম নিতে একটু ভাল বাজেট দরকার। ফ্রি থিমও অনেক আছে, কিন্তু ভাল থিমগুলোর জন্য খরচ করতে হবে। তবে আগেও যেটা বলেছি গুগল করলে ফ্রিতেই পাবেন, তবে একটা সুন্দর সাইট তৈরিতে এই কাজটা করা কি অনুচিৎ নয়? তাই, বাজেট একটু বেশি হলেই ওয়ার্ডপ্রেসে আসা উচিৎ। আর ফ্রি থিম ব্যবহার করলেও ডোমেইন ও হোস্টিং ক্রয় করা ভাল। এজন্য বছরপ্রতি আপনার হোস্টিং প্লানের উপর ভিত্তি করে প্রায় ১২০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত খরচ হবে। ব্লগস্পটেও .কম/.নেট./.অর্গ ইত্যাদি ডোমেইন কিনে যুক্ত করে দিতে পারেন। এজন্য বছরপ্রতি প্রায় ৮০০ টাকা খরচ হবে। তবে ডোমেইনভেদে ৬০০-২৫০০ পর্যন্ত হতে পারে।
আয়
উদ্দেশ্য যদি আয় করা হয়, তবে এডসেন্স নামক সোনার হরিণ ব্লগস্পটে পাওয়া কিঞ্চিত সহজ।আসসালামু আলাইকুম।
ওয়ার্ডপ্রেস না ব্লগার সেরা? এরকম একটা বিতর্ক অনেকের মধ্যেই হয়। তবে এটা মূলত বোকামি ছাড়া কিছুই নয়। সুবিধার দিক দিয়ে অবশ্যই ওয়ার্ডপ্রেস এগিয়ে। এটি প্রায় যেকোন ধরণের সাইটের জন্য আদর্শ। কিন্তু মনে রাখতে হবে দুটোরই অনেক সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে। তাই আপনাকে দেখতে হবে আপনার জন্য কোনটা। এগুলোর সুবিধা অসুবিধার দিকগুলো নিয়ে অনেক টিউন অনলাইনে পাবেন। তাই সেসবে যেতে চাচ্ছিলাম না। কিন্তু আলোচনার সুবিধার্থে কিছু কথা বলে নিই।

প্রথমত, দুটোই ফ্রি, কিন্তু ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স এবং বেশি কাস্টমাইজেবল। তবে ব্লগস্পটে সাইট এডিট করাসহ কিছু কাজ তুলনামূলক সহজ। কিন্তু, ওয়ার্ডপ্রেসে আপনি বিভিন্ন প্লাগ ইন পাবেন যা ব্লগস্পটে নেই। দ্বিতীয়ত, ব্লগস্পটের হোস্ট আর ডোমেইন গুগল থেকেই পাবেন। প্রয়োজনে থার্ড পার্টি ডোমেইন যোগ করা যাবে। তবে ওয়ার্ডপ্রেসে হোস্টিং ও ডোমেইন থার্ডপার্টি। এজন্য ভালো সার্ভিস পেতে অবশ্যই হোস্টিং এবং ডোমেইন অর্থ দিয়ে ক্রয় করতে হবে। তাই দুটোরই সুবিধা ও অসুবিধা আছে।
তাহলে এখন প্রশ্ন হতে পারে, কোনটির সুবিধা বেশি? আমি আজকে সে বিতর্কে যেতে চাই না। কারণ আমার কাছে মনে হয় গুরত্বপূর্ণ প্রশ্নটি হল, আমার সাইটটি কোথায় হোস্ট করব?
মূল আলোচনায় আসার আগে আর একটা কথা বলে রাখি। ওয়ার্ডপ্রেসের কিন্তু দুই ধরণের সার্ভিস আছে। ওয়ার্ডপ্রেস.কম ও ওয়ার্ডপ্রেস.অর্গ। কিন্তু এই আলোচনায় আমি ওয়ার্ডপ্রেস.কম কে বাদ দিচ্ছি। শুধু ওয়ার্ডপ্রেস.অর্গ ও ব্লগস্পটই হবে আলোচনার বিষয় বস্তু। এখানে ওয়ার্ডপ্রেস.কম ও ওয়ার্ডপ্রেস.অর্গ নিয়ে জানতে পারবেন।
এখন মূল আলোচনা শুরু করি। দেখি কার জন্য কোনটি।
সাইটের ধরণ
আপনার সাইট কি ধরণের সেটিই এক্ষেত্রে সর্বপ্রথম পয়েন্ট। যদি ব্যক্তিগত ব্লগ হয়, বা নির্দিষ্ট কয়েকজনের ব্লগ তবে ব্লগস্পটই উত্তম। কিন্তু যদি ব্লগটি সকলের জন্য উম্মুক্ত হয়, অর্থাৎ, যে কেউ রেজিস্টার করতে পারবে তবে ওয়ার্ডপ্রেসে যাওয়াই ভাল। প্রাতিষ্ঠানিক সাইটের জন্য ওয়ার্ডপ্রেস আবশ্যক। সংবাদপত্রের জন্য কয়েকদিন আগেও ওয়ার্ডপ্রেসের বিকল্প ছিল না। তবে এখন ব্লগস্পটে অনেক চমৎকার টেমপ্লেট পাওয়া যায়। তাই এক্ষেত্রে আমার মতে দুটোই ব্যবহার করতে পারেন। ব্লগস্পট মানেই শুধু ব্লগ তৈরি হয় এমন নয়। তবে ব্লগ বাদে অন্যান্য বেশিরভাগ সাইট সাধারণত ওয়ার্ডপ্রেসে বেশি তৈরি হয়।
বাজেট
ব্লগস্পটে বিনামূল্যে ১ গিগাবাইট ইমেজ হোস্টিংসহ সাইট বানাতে পারবেন। আর যদি আপনার ইচ্ছা হয় সাইটটাই পেইড টেমপ্লেট ও ডোমেইন নিবেন তবে প্রায় ১৫ ডলার(১২০০ টাকা) থেকে ৩০ ডলার (২৪০০ টাকা) পর্যন্ত খরচ হবে। তবে ফ্রিতেও অনেক চমৎকার টেমপ্লেট পাবেন। আর বাঙালিদের জন্য সব ফ্রি একটু গুগল করলেই প্রায় সব পেইড টেমপ্লেট ফ্রিতে পাবেন। ওয়ার্ডপ্রেসে আপনি ফ্রি হোস্টিং ও ডোমেইনে সাইট তৈরি করতে পারবেন, কিন্তু ভালো সার্ভিস পাবেন না। এজন্য পেইড হোস্টিং নেওয়া ভাল। অবশ্য ফ্রি হোস্টিং বায়েত হোস্টের সার্ভিস মোটামুটি ভালই। কিন্তু ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলোপ একটু কঠিন বলে পেইড থিম নিতে একটু ভাল বাজেট দরকার। ফ্রি থিমও অনেক আছে, কিন্তু ভাল থিমগুলোর জন্য খরচ করতে হবে। তবে আগেও যেটা বলেছি গুগল করলে ফ্রিতেই পাবেন, তবে একটা সুন্দর সাইট তৈরিতে এই কাজটা করা কি অনুচিৎ নয়? তাই, বাজেট একটু বেশি হলেই ওয়ার্ডপ্রেসে আসা উচিৎ। আর ফ্রি থিম ব্যবহার করলেও ডোমেইন ও হোস্টিং ক্রয় করা ভাল। এজন্য বছরপ্রতি আপনার হোস্টিং প্লানের উপর ভিত্তি করে প্রায় ১২০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত খরচ হবে। ব্লগস্পটেও .কম/.নেট./.অর্গ ইত্যাদি ডোমেইন কিনে যুক্ত করে দিতে পারেন। এজন্য বছরপ্রতি প্রায় ৮০০ টাকা খরচ হবে। তবে ডোমেইনভেদে ৬০০-২৫০০ পর্যন্ত হতে পারে।
আয়
উদ্দেশ্য যদি আয় করা হয়, তবে এডসেন্স নামক সোনার হরিণ ব্লগস্পটে পাওয়া কিঞ্চিত সহজ। এডসেন্স কিন্তু কখনই সহজে পাবেন না। তবে ওয়ার্ডপ্রেসের তুলনায় ব্লগস্পটে কিছুটা সহজে এডসেন্স পাওয়া যায়। তবে এজন্য দরকার মানসম্মত, ইংরেজি ভাষাতে করা ও ভিজিটর সমৃদ্ধ ব্লগ। এছাড়া অন্যান্য এড সার্ভিসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বা ব্লগার প্রভাব ফেলবে না।
দক্ষতা
বিগিনারদের জন্য ব্লগস্পট বেশি সহজ। সহজে এডিটেবল ও সুন্দর করে সাজানো যায়। বিগিনারদের জন্য ওয়ার্ডপ্রেস একটু কঠিন।
তাহলে এখন সিদ্ধান্ত নিন, আপনার জন্য কোনটি? এডসেন্স কিন্তু কখনই সহজে পাবেন না। তবে ওয়ার্ডপ্রেসের তুলনায় ব্লগস্পটে কিছুটা সহজে এডসেন্সওপাওয়া যায়। তবে এজন্য দরকার মানসম্মত, ইংরেজি ভাষাতে করা ও ভিজিটর সমৃদ্ধ ব্লগ। এছাড়া অন্যান্য এড সার্ভিসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বা ব্লগার প্রভাব ফেলবে না।
দক্ষতা
বিগিনারদের জন্য ব্লগস্পট বেশি সহজ। সহজে এডিটেবল ও সুন্দর করে সাজানো যায়। বিগিনারদের জন্য ওয়ার্ডপ্রেস একটু কঠিন।
তাহলে এখন সিদ্ধান্ত নিন, আপনার জন্য কোনটি?
Share:

0 comments:

Post a Comment

Search

Blog Archive